March 09
বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে আসীন হন। পিতার মত লক্ষণ সেনও সাহিত্য ও বিদ্যানুরাগী ছিলেন এবং তার শাসনকালে বহু প্রতিভাবান কবির আবির্ভাব ঘটে, যেমন শরণ, হলায়ুধ, উমাপতিধর প্রমুখ। ধর্মীয়ভাবে তিনি ছিলেন বৈষ্ণব এবং আনুলিয়া তাম্র শাসনে তাকে পরমবৈষ্ণব হিসেবে উল্লেখ করা হয়েছে। তার শাসনকালে বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন এবং লক্ষণ সেন নদীয়ার একটি তীর্থকেন্দ্রে অবস্থান করছিলেন। ১২০৪ সালে বখতিয়ার খিলজী নদীয়া আক্রমণ করলেও লক্ষণ সেন পূর্ব বঙ্গে আশ্রয় গ্রহণ করে মুসলমানরা পূর্ববঙ্গ জয় করতে ব্যর্থ হয়।