শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

দশরথ দেব ও দেব রাজবংশ: শাসন ও পতন

March 22

দশরথ দেব ও দেব রাজবংশ: শাসন ও পতন

দশরথ দেব ছিলেন দেব রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি সেন সাম্রাজ্যের পতন ঘটিয়ে সমগ্র পূর্ববঙ্গ (ঢাকা, ময়মনসিংহ, খুলনা) দখল করেন। দিল্লীর সুলতান গিয়াসউদ্দীন বলবনের সাথে মিত্রতা করে তিনি মুঘীসউদ্দীন তুঘরলকে পরাজিত করেন এবং বাংলার হিন্দু সাম্রাজ্যের স্বাধীনতা পুনরুদ্ধার করেন।

এই বিজয়ের পর তিনি "দনুজ মর্দন দেব" উপাধি গ্রহণ করেন, এবং গিয়াসউদ্দীন বলবন তাকে "দনুজ রায়" হিসেবে অভিহিত করেন। দেব রাজবংশ কিছু সময় স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়, তবে পরবর্তীতে মাহমুদ শাহী সুলতান ফিরোজ শাহের আক্রমণে রাজবংশের পতন ঘটে।