April 12
খিলজী শাসনের সূচনায় বখতিয়ার খিলজী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১১৯৯ খ্রিষ্টাব্দে বিহার আক্রমণ করে পাল রাজবংশের অবশিষ্টাংশকে পরাজিত করে অঞ্চলটি দখল করেন। এরপর ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেন এবং নদীয়া দখল করেন, যার ফলে লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান। মুসলমানদের নৌবাহিনী না থাকায় তারা পূর্ববঙ্গ পুরোপুরি দখল করতে পারেনি। পরবর্তীতে বখতিয়ার খিলজী তিব্বত অভিযানে যান, কিন্তু প্রচণ্ড শীত ও রসদের অভাবে ১২০৬ সালের এই অভিযান ব্যর্থ হয়।