শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

বাংলায় ইসলাম ধর্মের আগমন ও মুসলিম শাসনকাল

April 06

বাংলায় ইসলাম ধর্মের আগমন ও মুসলিম শাসনকাল

সপ্তম শতাব্দীতে আরব মুসলিম ব্যবসায়ী ও সুফি ধর্মপ্রচারকদের মাধ্যমে বাংলায় ইসলাম ধর্মের আগমন হয়। দ্বাদশ শতকে মুসলিমরা বাংলায় বিজয় লাভ করে এবং ১২০২ সালে বখতিয়ার খিলজী দিল্লী সালতানাতের অধীনে বাংলা ও বিহার পরাজিত করেন। প্রথমে বাংলা তুর্কী জাতির বিভিন্ন গোত্র দ্বারা শাসিত ছিল, পরে আরব, পারসীয়, আফগান, মুঘল প্রভৃতি জাতি বাংলা শাসন করে। মুসলিম শাসকদের অধীনে বাংলা একটি নতুন যুগে প্রবেশ করে, যেখানে শহরগুলো উন্নত হয়, প্রাসাদ, মসজিদ, দুর্গ, সমাধিসৌধ ও বাগান নির্মিত হয়, রাস্তা ও সেতু তৈরি হয় এবং নতুন বাণিজ্য পথসমূহ সমৃদ্ধি ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসে।