April 19
বখতিয়ার খিলজীর মৃত্যুর পর বাংলায় বিশৃঙ্খলা শুরু হয়। তার সহকারী শিরণ খিলজী নিজেকে শাসক ঘোষণা করলে, মর্দান খিলজী বিদ্রোহ করেন। শিরণ মর্দানকে পরাজিত ও বন্দি করেন। এরপর মর্দান দিল্লীর সম্রাট কুতুবউদ্দীন আইবেকের সাহায্য চান। আইবেকের সেনাপতি কায়েমাজ রূমী বাংলা আক্রমণ করে শিরণকে পরাজিত করেন এবং মর্দানকে বাংলার গভর্নর নিযুক্ত করেন। পরে মর্দান স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু অত্যাচারী হয়ে উঠলে খিলজী আমলারা তাকে হত্যা করেন এবং ইওয়াজ খিলজীকে বাংলার সুলতান হিসেবে মনোনীত করেন।
April 12
March 22
March 15