July 15
বাংলার ইতিহাসের সূচনা ঘটে খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা এ অঞ্চল ছিল কৃষিভিত্তিক সমাজের কেন্দ্র। প্রাচীন বাংলাকে মূলত তিনটি অঞ্চল ভাগে ভাগ করা হতো—পুণ্ড্র, গৌড় ও সমতট। এখানে বসবাসরত মানুষেরা কৃষিকাজ, পশুপালন ও বাণিজ্যের মাধ্যমে জীবন ধারণ করত।
মৌর্য ও গুপ্ত যুগে বাংলা ভারতীয় উপমহাদেশের বৃহৎ রাজ্যসমূহের অংশ ছিল। গুপ্তদের শাসনামলে সংস্কৃতি, শিক্ষা ও শিল্পকলার ব্যাপক বিকাশ ঘটে। পাল ও সেন রাজবংশের আমলে বাংলা ছিল একটি শক্তিশালী ও সমৃদ্ধ অঞ্চল। বৌদ্ধ ধর্ম এই সময়ে বাংলায় ব্যাপক প্রচার লাভ করে, বিশেষ করে পাল রাজাদের পৃষ্ঠপোষকতায়।
প্রাচীন বাংলার শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে নালন্দা ও বিক্রমশীলা বিখ্যাত। এছাড়া এই সময় বাংলায় বাংলা ভাষার প্রাথমিক রূপ গঠিত হয়, যা পরবর্তী সময়ে মধ্যযুগীয় বাংলার ভিত্তি স্থাপন করে।
July 02