শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫-এ স্বর্ণপদক পেল ব্র্যাক ব্যাংক

February 27

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫-এ স্বর্ণপদক পেল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবার জন্য স্বর্ণপদক অর্জন করেছে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি দল পুরস্কার গ্রহণ করে। এই স্বীকৃতি ব্যাংকিং এক্সেলেন্স এবং উদ্ভাবনে ব্র্যাক ব্যাংকের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করেছে।

‘ট্রান্সফরমেটিভ জার্নি টুওয়ার্ডস ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন ফর দ্য আন্ডারসার্ভড পপুলেশন’ উদ্যোগের মাধ্যমে নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে সহায়তা, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নে কাজ করা হয়।

সম্মাননার অংশ হিসেবে খরাপ্রবণ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়, যা টেকসই উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংক ও কোরাসের প্রতিশ্রুতির প্রতিফলন।