শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

ইইউর নতুন তালিকায় বাংলাদেশসহ ৭দেশ নিরাপদ হিসেবে চিহ্নিত

April 17

ইইউর নতুন তালিকায় বাংলাদেশসহ ৭দেশ নিরাপদ হিসেবে চিহ্নিত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই তালিকার অন্য দেশগুলো হলো: কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। তালিকার উদ্দেশ্য হলো এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা। এই তালিকা কার্যকর হতে হলে ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্যদেশগুলোর অনুমোদন প্রয়োজন।

ইইউর অভিবাসন কমিশনার ম্যাগনার ব্রুনার জানান, সদস্যদেশগুলো আশ্রয় আবেদন পরিচালনায় চাপের মুখে রয়েছে, তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে। তালিকায় থাকা দেশগুলো সংঘাতে আক্রান্ত না হলে ‘নিরাপদ’ হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, ইউক্রেন সংঘাতে জড়িত হওয়ায় ব্যতিক্রম হিসেবে ধরা হয়েছে।

এ তালিকা সময়ের সঙ্গে পর্যালোচনা ও সম্প্রসারণ করা হতে পারে, তবে সদস্যদেশগুলো নতুন দেশ যোগ করতে পারলেও তালিকা থেকে কোনো দেশ বাদ দিতে পারবে না।