শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

নিলামে ৩৪,৩৭৫ ডলারে বিক্রি হলো টুইটারের বিখ্যাত নীল পাখির লোগো

March 26

নিলামে ৩৪,৩৭৫ ডলারে বিক্রি হলো টুইটারের বিখ্যাত নীল পাখির লোগো

ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এর নাম পরিবর্তন করে এক্স (X) রাখেন এবং এর বিখ্যাত নীল পাখির লোগো সরিয়ে ফেলেন। সম্প্রতি, সেই লোগোটি ৩৪,৩৭৫ মার্কিন ডলারে নিলামে বিক্রি করা হয়েছে। ‘ল্যারি’ নামের বিশাল নীল পাখির ওজন ছিল ২৫৪ কেজি, উচ্চতা ১২ ফুট এবং চওড়া ৯ ফুট। নিলাম পরিচালনা করেছে আরআর অকশন, তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

মাস্ক টুইটার কেনার পর বড় ধরনের কর্মী ছাঁটাই, অফিস সাজসজ্জায় পরিবর্তন এবং বিভিন্ন জিনিস নিলামে তোলেন, যার মধ্যে আসবাবপত্র ও রান্নাঘরের সরঞ্জামও ছিল। ২০২২ সালের ২৮ অক্টোবর তিনি ৪,৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনেন এবং এরপর থেকেই প্রতিষ্ঠানটির নীতিমালা ও চেহারায় আমূল পরিবর্তন আনেন।