শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?

January 16

রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?

মানবদেহে রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রক্তকণিকা, যা রক্তের প্রায় ৪৫ শতাংশ জুড়ে থাকে এবং রক্তরসে নিমজ্জিত অবস্থায় থাকে। রক্তকণিকা তিন প্রকার—লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা।

রক্ত উৎপাদনের প্রধান কেন্দ্র হলো হাড়ের ভেতরের অস্থিমজ্জা, যা নরম ও স্পঞ্জের মতো টিস্যু। এখানে স্টেম কোষ নামক বিশেষ কোষ থেকে রক্তকণিকা তৈরি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলোকে ব্লাস্ট বলা হয়, যা অস্থিমজ্জা বা শরীরের অন্যান্য অংশে পূর্ণ রক্তকণিকায় পরিণত হয়।

প্লীহা, যা পাঁজরের নিচে বাঁ পাশে অবস্থিত, রক্ত সংবহনতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ‘রক্ত ব্যাংক’ নামে পরিচিত, কারণ এটি রক্তকণিকা সংরক্ষণ এবং সরবরাহের পাশাপাশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং শ্বেত রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে।