September 08
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি হলেন ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় তদারকি করে।
শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা পাকিস্তানের আজাদ কাশ্মির থেকে যুক্তরাজ্যে আসেন। তিনি অক্সফোর্ড থেকে আইন পড়েন ও ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে বার্মিংহাম লেডিওয়ুড আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ছায়া অর্থমন্ত্রী, ছায়া কারাগার বিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের নির্বাচনের পর তিনি বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হন। কারাগারের ভিড় কমানো ও বিচারব্যবস্থা সংস্কারে উদ্যোগ নেন। তবে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে আরও জটিল দায়িত্ব নিতে হচ্ছে, বিশেষত অভিবাসন সংকট, সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়প্রার্থীদের ইস্যুতে।
শাবানা বলেন, নাগরিকদের নিরাপত্তাই তাঁর প্রথম দায়িত্ব। তিনি অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এছাড়া, মানবাধিকার সুরক্ষার ইউরোপীয় কনভেনশন সংস্কারের কথাও উল্লেখ করেছেন। তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে নানা হয়রানি ও ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয়েছে। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তিনি স্পষ্টভাবে বলেছেন, লেবার পার্টি দুই রাষ্ট্র সমাধানে বিশ্বাসী এবং গাজার পরিস্থিতি ভয়াবহ।