July 07
আগামী ২৪-২৫ জুলাই ২০২৫ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপস ভিত্তিক সবচেয়ে বড় গ্লোবাল ইভেন্ট ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। গুগল লোকাল গাইডস এর ১০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনে ১৯টি দেশ থেকে ৫০ জন অভিজ্ঞ গুগল ম্যাপ কন্ট্রিবিউটর অংশ নিচ্ছেন। এতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী অংশ নিচ্ছেন।
পাভেল ২০১৭ সালে গুগলের হেডকোয়ার্টারে আয়োজিত লোকাল গাইডস সামিটে অংশ নিয়েছিলেন এবং গাইডিং স্টার অ্যাওয়ার্ড (২০২১) পেয়েছেন। সুমাইয়া ২০২০ সালে হেল্পফুল হিরো অ্যাওয়ার্ড পান এবং ২০১৬-২০১৯ পর্যন্ত সামিটে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। এই দম্পতিকে নিয়ে গুগল একাধিকবার ফিচার করেছে এবং তারা গুগল ম্যাপের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও স্থাপনাকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন।