April 16
কোরেশী মাগন ঠাকুর ছিলেন ১৭শ শতকের একজন মধ্যযুগীয় বাংলা কবি। তার জন্ম ১৬০০ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ১৬৬০ খ্রিস্টাব্দে। যদিও তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালার বাসিন্দা হিসেবে পরিচিত, আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে তার প্রকৃত জন্মস্থান ছিল সিলেট। এই গবেষণাটি করেন অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলী, যা জাতীয় স্বীকৃতি পেয়েছে।
কর্মজীবন:
তার পিতা বড়াই ঠাকুর (শ্রীবড় ঠাকুর) আরাকানের একজন মন্ত্রী ছিলেন। আরাকানের রাজা নরপিতজ্ঞি তার মৃত্যুর আগে মাগন ঠাকুরকে নিজের একমাত্র কন্যা থাদোমিন্তার অভিভাবক নিযুক্ত করেন। পরে রাজকন্যা থাদোমিন্তা পাটেশ্বরী হলে, মাগন ঠাকুর আরাকানের মুখ্যপাত্র বা প্রধানমন্ত্রী হন।
সাহিত্য কর্ম:
তিনি ছিলেন সঙ্গীত ও অলঙ্কার শাস্ত্রে পণ্ডিত। তার রচিত প্রধান কাব্যগ্রন্থ "চন্দ্রাবতী"। তার অনুপ্রেরণায় আরেক কবি আলাওল রচনা করেন বিখ্যাত "পদ্মাবতী" কাব্য।
April 12
April 06
March 27