শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

মধুমতি ব্যাংক পিএলসি এ হিউম্যান রিসোর্স অফিসার (ইও-এফএভিপি) পদে নিয়োগ, ২০২৫

বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হিউম্যান রিসোর্স অফিসার (ইও–এফএভিপি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম

হিউম্যান রিসোর্স অফিসার (ইও-এফএভিপি)

আবেদন শুরুর সময়

১৮/১/২৫

আবেদনের শেষ সময়

২/২/২৫

পদের নাম: হিউম্যান রিসোর্স অফিসার (ইও-এফএভিপি)

পদসংখ্য: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ম্যানেজমেন্ট বা এইচআরএমে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচআর–সংক্রান্ত প্রফেশনাল ডিগ্রি থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের শ্রম আইন জানতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: ব্যাংকে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের লিংক: আগ্রহী প্রার্থীরা https://career.modhumotibank.net/JobCircular/JobDetails?jobId=A3qi0nDqkClX5tOgQKs7kQ== ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।