March 16
যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী নিউক্লিয়ার বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। নিউক্লিয়ার ফিশনের তেজস্ক্রিয় বর্জ্য, যেমন সিজিয়াম-১৩৭ ও কোবাল্ট-৬০ ব্যবহার করে গামা বিকিরণ থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়েছে। গবেষকরা প্রথমে স্কিনটিলেটর ক্রিস্টাল দিয়ে বিকিরণকে আলোতে রূপান্তর করেন, এরপর সৌরকোষ সেই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে।
ওহাইয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪ ঘন সেন্টিমিটার জায়গায় এই প্রোটোটাইপ তৈরি করেছেন এবং ২৮৮ ন্যানোওয়াট থেকে ১.৫ মাইক্রোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছেন। এই প্রযুক্তি সফল হলে, এটি পৃথিবীর পাশাপাশি মহাকাশ অভিযানে ব্যবহৃত হতে পারে। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে গবেষকরা মনে করেন, উন্নত সংস্করণ ভবিষ্যতে জ্বালানি সমস্যার সমাধান করতে পারে।