শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তির ডিজিটাল প্রস্তুতি

Blog detail Img

ইন্টারমিডিয়েট পরীক্ষার পর পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার উপরেই নির্ভর করে ভবিষ্যত সাফল্যের বুনিয়াদ।ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি একটি সিটের জন্য ২৫ থেকে ৬০ জন্য পর্যন্ত লড়াই করে। তীব্র এই কম্পিটিশনের যুগে তারাই এগিয়ে থাকে, যারা ডিজিটাল উপায়ে প্র্যাকটিস করে এবং নিজের প্রস্তুতি বারবার যাচাই করে। এতে সময় ও শক্তি, দুটোই সেইভ হয়। ভর্তি পরীক্ষার জন্য প্রচুর প্র্যাকটিস করার এবং প্রস্তুতি যাচাই করার প্রচুর সময় পাওয়া যায়।

আগে ভর্তি পরীক্ষা মানেই ছিলো গ্রাম থেকে শহরে দৌড়ানো, কোচিংয়ে ভর্তি হওয়া, নানা দৌড়ঝাঁপ করে সময় নষ্ট করা। এখন ডিজিটাল যুগ। স্মার্ট ক্যান্ডিডেটরা প্রযুক্তির এই যুগে ডিজিটাল সুযোগ-সুবিধার সর্বোচ্ছ ব্যবহার করছে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইনে তথ্য ও উপাত্ত বিষয়ক অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এক্ষেত্রে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে বের করা জরুরী। কারণ ভর্তি পরীক্ষা বিষয়ক তথ্য সঠিকভাবে না পেলে পরীক্ষার্থীকে নানা বিভ্রান্তিতে পড়তে হয়। এছাড়াও অনলাইনে যেসব প্র্যাকটিস ম্যাটেরিয়াল এবং মডেল টেস্ট সরবরাহ করা হয়, কখনো কখনো সেগুলোতে ভুল উত্তর প্রোভাইড করা হয়। সুতরাং অনলাইনে ভর্তি পরীক্ষার প্র্যাকটিস করার ক্ষেত্রে বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে বের করার কোন বিকল্প নাই।

উচ্চ মাধ্যমিকের সিলেবাসের উপর ভিত্তি করেই স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা হয়। ফলে এই দুই বছরের পড়াকে যে যতো ভালোভাবে প্র্যাকটিস ও রিভিশন করবে, ভর্তি পরীক্ষায় তার সম্ভাবনা ততো বেশি বাড়বে। বিগত সালের প্রশ্ন সলভ করার পাশাপাশি নতুন মডেল টেস্ট যতবেশি প্র্যাকটিস করা যাবে, উচ্চ মাধ্যমিকের সিলেবাস ততই বেশি আয়ত্তে আসবে। এর মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিজের প্রস্তুতিও যাচাই হবে। ভর্তি পরীক্ষায় সময় পুরো পরীক্ষাটি দিতে কত সময় ব্যায় হচ্ছে, এটা জানা না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা সম্ভব হয় না। অনেক ভালো প্রস্তুতি থাকার পরেও অসংখ্য শিক্ষার্থী শুধু সময় সচেতনতার কারণে ভর্তি পরীক্ষায় খারাপ করে। অনলাইনে ভর্তি প্রস্তুতি প্র্যাকটিস করার একটা দারুণ সুবিধা হলো, সম্পূর্ণ এক সেট প্রশ্ন সলভ করতে কত সময় লাগছে, এটা সহজেই জানা যায়। কোন ধরণের প্রশ্নগুলো বেশি সময় নিচ্ছে, আর কোন ধরণের প্রশ্নগুলো কম সময় নিচ্ছে, এটা জানা থাকলে মূল পরীক্ষা ফেস করা অনেক সহজ হয়ে যায়।

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যাচাই করার ক্ষেত্রে ‘প্র্যাকটিস ক্লাব’ দারুণ বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করে সহজেই ওয়েব কিংবা এ্যাপের মাধ্যমে প্র্যাকটিস ক্লাবে যুক্ত হওয়া যায়। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা বিগত সালের প্রশ্নব্যাংক এবং প্রচুর মডেল টেস্ট। এগুলো প্র্যাকটিস করলে মুহুর্তেই ফলাফল জানা যায়। এছাড়াও ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ আলাদা ড্যাশবোর্ড তৈরি হয়, যেখানে প্র্যাকটিসের ফলাফল এবং সময়ের হিসাব পাওয়া যায়। এর মাধ্যমে যেকোন ভর্তি পরীক্ষার জন্যই একটা নিখুঁত প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।